আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
২২ এপ্রিল ২০২৫ ২২:০৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১০:১৩
ঢাকা: আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোসহ সকল অংশীজনের সঙ্গে সংলাপ বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসে বসেই যেন প্রবাসীরা ভোট দিতে পারেন এমন ব্যবস্থা নিরূপনে আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল দুই দিন বা তিনদিনের সংলাপ আয়োজনের কথা ভাবছে কমিশন বলে জানা যায়।
মঙ্গলবার (২২ এপ্রিল) ইসি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন, বুধবার (২৩ এপ্রিল) এ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। ইতোমধ্যে কমিশন অংশীজনদের তালিকা প্রস্তুত করেছে। গণমাধ্যমের সম্পাদক, সুশীল সমাজ ও নিবন্ধিত দলগুলোকে আমন্ত্রণ জানাবে সংস্থাটি।
জানা গেছে, মতামত নেওয়ার কথা ভাবলেও এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে চলতি মাসের একেবারে শেষের দিকে অংশীজনের সঙ্গে বসে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়ে মতামত বা পরামর্শ নেওয়া হবে।
উল্লেখ্য, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে গত ৮ এপ্রিল ঢাবি, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে তিনটি পদ্ধতি নিয়ে আগতরা উপস্থাপনা দেন। এক্ষেত্রে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট-এই তিন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়। সেই কমিটিগুলোও ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।
ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ এ বিষয়ে বলেন, আমাদের গঠিত তিনটি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলোর ওপর এখন অংশীজনের মতামত নেওয়া হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
সারাবাংলা/এনএল/এইচআই
ইসি ইসির সংলাপ নির্বাচন কমিশন প্রবাসীদের ভোট রাজনৈতিক দল সংলাপ