Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্ন ফাঁসের অভিযোগে মাদরাসার ছাত্র-শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ২২:২২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১০:১৩

প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার মাদরাসার ছাত্র-শিক্ষক। ছবি: সংগৃহীত

নীলফামারী: জেলার কিশোরগঞ্জে চলমান দাখিল পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগ মাদরাসার ছাত্র ও শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার দু’জন হলেন- বড়ভিটা ফাজিল মাদরাসার আলিমের দ্বিতীয় বর্ষের ছাত্র রোকনুজ্জামান (১৮) ও একই মাদরাসার সহকারী শিক্ষক (গ্রন্থাগার) মোজাহিদুল ইসলাম (৩২)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশ্ন ফাঁসের অভিযোগে দু’জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর