Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের নিখোঁজ ৬ জনকে কক্সবাজার থেকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ২৩:০১

নিখোঁজ ছয়জনকে উদ্ধার করেছে পুলিশ।

সিলেট: সিলেট থেকে কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে নিখোঁজ ৬ জনকে উদ্ধার করা করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে উদ্ধার করে কক্সবাজারের টেকনাফ থানায় তাদের নিয়ে এসেছে পুলিশ।

তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

উদ্ধরা হলেন- জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) ও আব্দুল জলিল (৫৫)।

তিনি বলেন, টেকনাফ থানার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। এই ৬ জন সুস্থ আছেন। একটি স্থান থেকে তাদের উদ্ধার করে মঙ্গলবার রাত ৮টার দিকে টেকনাফ থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও বলেন, তারা মানবপাচারকারী চক্রের কবলে ছিল কিনা, তা এখনই বলা যাচ্ছে না। টেকনাফ থানাকর্তৃপক্ষ আমাদের বিস্তারিত জানালে আমরা বলতে পারবো।

এর আগে, কক্সবাজারে কাজের সন্ধানে গিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার ছয়জন পাঁচ দিন আগে নিখোঁজ হন। তাদের পরিবার জানায়, চট্টগ্রামের এক রাজমিস্ত্রি ঠিকাদারের মাধ্যমে তারা কক্সবাজারে গিয়েছিলেন। এখন ওই ঠিকাদার এবং তার সহযোগীর ফোনও বন্ধ। এর আগে তারা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর কাজ করেছেন বলে তাদের পরিবার জানিয়েছে।

গত ১৫ এপ্রিল বিকেলে তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ১৬ এপ্রিল সন্ধ্যায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, তারা কক্সবাজার পৌঁছেছেন। এরপর থেকে সবার মোবাইল ফোন বন্ধ।

সারাবাংলা/এইচআই

কক্সবাজার থেকে উদ্ধার নিখোঁজ শ্রমিক নিখোঁজ সিলেটের নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর