ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর ঘোষণা সামিটের
২২ এপ্রিল ২০২৫ ২৩:১০
ঢাকা: এবার ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে সামিট কমিউনিকেসন্স। এছাড়া, প্রতিষ্ঠানটি এনটিটিএন’র দামে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় দেবে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।
এ বিষয়ে সামিট কমিউনিকেশনের সিইও আরিফ আল ইসলাম বলেন, ‘প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব’র উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে দূরদর্শী উদ্যোগ, তার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আইএসপি ইন্ডাস্ট্রি’র ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সরবরাহের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এই সরকারি উদ্যোগকে সমর্থন করতে এবং আইএসপি প্রতিষ্ঠানগুলোকে উন্নতমানের ইন্টারনেট সাশ্রয়ী দামে সরবরাহে সহায়তা দিতে সামিট কমিউনিকেশনস’র ব্যবস্থাপনা কমিটি এই ঘোষণা।’
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে ইন্টারনেট অবকাঠামো বিস্তৃত করতে সামিট কমিউনিকেশনস নেটওয়ার্কের সার্ভিস পয়েন্টগুলোর মধ্যে অধিকাংশ জায়গায় ৯৯ দশমিক ৯৫ শতাংশের বেশি সময় সেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, সামিট কমিউনিকেশন্স ও এর অংশীদারদের ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কথা রয়েছে।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম