সুনামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
২২ এপ্রিল ২০২৫ ২৩:২৩ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২৩:২৯
সুনামগঞ্জ: জেলার জামালগঞ্জে রাস্তার পাশে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় বৃন্দা রায় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে দিকে সাচনা-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ভরতপুর গুদারাঘাটের মালেক মিয়ার দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি গোদারাঘাটের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় সুনামগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল তার ওপরে উঠে যায়। পরে গুরুতর আহত শিশুকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মৃত শিশুটি পরিবার একটি মামলা করেছেন।
সারাবাংলা/এইচআই