Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ১২ সোনার বারসহ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ২৩:৩৫

সোনার বারসহ চোরাকারবারী আটক করেছে বিজিবি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ভারত সীমান্তবর্তী চরচিলমারী থেকে ১২টি সোনার বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চরচিলমারী বিওপি’র শূন্য লাইনের ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারীকে আটক করা হয়।

চোরাকারবারীর নাম রপন মন্ডল (৪২)। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধির মন্ডলের ছেলে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে খারিজাথাক মাঠ থেকে নায়েক শাহজালালের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ১২টি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে। যার আনুমানিক ওজন এক কেজি ৩৪০ গ্রাম। মূল্য ১ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা।

তিনি আরও বলেন, আসামিকে কুষ্টিয়া দৌলতপুর থানায় হস্তান্তর এবং উদ্ধার সোনার বার কুষ্টিয়া জেলা ট্রেজারি অফিসে জমা করা রয়েছে।

সারাবাংলা/এইচআই

চোরাকারবারী আটক সোনা পাচারকারী সোনার বার সোনার বার উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর