কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড কর্মসূচি’
২২ এপ্রিল ২০২৫ ২৩:৪৯
ঢাকা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ আশাপাশের কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে ব্লকেড কর্মসূচি পালন করেছে তারা। এ সময় তারা শাহবাগ চত্বরের চার রাস্তার মোড়টি আটকে স্লোগান দিতে থাকে। তারা কুয়েট ভিসির পদত্যাগসহ একাধিক দাবি স্লোগানে তুলে ধরে।
ঢাবি বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘আমাদের এক দফা, এক দাবি। কুয়েটের দালাল ভিসি পদত্যাগ না করলে আমরা ব্লকেড কর্মসূচি চালিয়ে যাব।’
ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুশফিকুজ্জামান বলেন, ‘রক্তে ঝরা বাংলাদেশে ভালোভাবে কোনো অধিকার আদায় হয় না, তাই বাধ্য হয়ে আমরা এই পথ বেছে নিয়েছি। কিছু সময়ের জন্য জনদুর্ভোগ হলেও এর মাধ্যমে যদি দালাল ভিসির পদত্যাগ হয় তাহলে তা কুয়েটসহ সব ক্যাম্পাসের জন্য আশারবাণী এবং দখলবাজদের জন্য হুঁশিয়ারি।’
পালি অ্যান্ড বুদ্ধিস্ট বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান রাফি বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে আর কিছু করার থাকে না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেও আশানুরূপ কোনো ফল পাইনি। উপদেষ্টা পরিষদে দু’জন ছাত্র থাকার পরও তারা কুয়েট ছাত্রদের জন্য কোন কথা বলছে না। তাই আমরা আজ এই শাহবাগ ব্লকেড কর্মসূচির পথ বেছে নিয়েছি। কুয়েট ভিসিকে অপসারণ না করলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’
ব্লকেড কর্মসূচি চলাকালীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে সংহতি জানায়।
সারাবাংলা/এআইএন/পিটিএম