Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটিজম দিবসে না.গঞ্জের ডিসির মানবিক আয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ০০:০০

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজন। ছবি: সংগৃহীত

ঢাকা: ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিলোত্তমা দাস নামের এক নারী জেলা প্রশাসকের এমন আয়োজনের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,‘সুন্দর ও প্রস্ফুটিত উদ্যোগ নেয়ার জন্য স্যারকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্ছি।’ মিশুক দেওয়ান নামের একজন নারায়ণগঞ্জবাসী লিখেছে, ‘মহৎ কাজ। স‌্যা‌রের জন‌্য শুভ কামনা রইল। আল্লাহ তায়ালা স্যার নেক হায়াত দান করুন।’

বিজ্ঞাপন

নেপাল চন্দ্র ধর নামে আরেকজন ফেসবুক ব্যবহারকারী জেলা প্রশাসক জাহিদুল ইসলামকে এমন মানবিক আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুহুয়া মুজতবা নামে এক নারীও জেলা প্রশাসককে শুভকামনা জানিয়েছেন অটিস্টিকদের জন্য জেলা প্রশাসনের উদ্যোগকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে ছিল র‍্যালি, হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা। এদিন সকালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে শুরু হয় একটি বর্ণাঢ্য র‍্যালি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত হয়ে ৬৬ বছর বয়সী শারিরীক প্রতিবন্ধী ইসমাইল হোসেন আবেগভরে বলেন, ‘জেলা প্রশাসক শুধু প্রশাসনিক ব্যক্তি নন, তিনি এক মানবিক হৃদয়ের মানুষ।’ আর ৪৮ বছর বয়সী আরেক প্রতিবন্ধী মো. শাহজাহান বলেন, ‘এই হুইল চেয়ার আমার চলার পথে নতুন দিগন্ত খুলে দিল।’

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের বোঝা নয়। তাদের মাঝে লুকিয়ে থাকতে পারে অসাধারণ প্রতিভা। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো ও বিকাশে সহায়তা করা।’

বিজ্ঞাপন

পরে আয়োজিত আলোচনা সভায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মতে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী আয়োজন ছিল সহানুভূতি, মানবতা ও অন্তর্ভুক্তির জীবন্ত দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অটিজম বিষয়ে সচেতনতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তারা।

সারাবাংলা/ইউজ/পিটিএম

অটিজম দিবস নারায়ণগঞ্জের ডিসি মানবিক আয়োজন