তেঁতুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২৩ এপ্রিল ২০২৫ ০০:০৩
পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া উপজেলা চৌরাস্তা বাজারের নতুন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল্লাহ আল মামুন তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার এলাকার বাসিন্দা। তিনি তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, তেঁতুলিয়া মডেল থানার পুলিশের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের নতুন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে। পরে তাকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ছাড়াও জুলাই আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন বন্ধে ষড়যন্ত্র, নাশকতার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সারাবাংলা/এইচআই