Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েট ভিসির পদত্যাগ চেয়ে সারজিসের পোস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ০৮:২৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১০:১২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম। ফাইল ছবি

ঢাকা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে কুয়েট ভিসির পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসে এ দাবি জানিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কুয়েট ভিসির পদত্যাগ চাই। তিনি যদি লজ্জায় পদত্যাগ করার মতো ব্যক্তিত্ব না রাখেন, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে সরানো হোক।’

সারজিস আলমের ফেসবুক পোস্ট।

প্রসঙ্গত, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হন। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এমন অবস্থার মধ্যে ১৪ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা করে সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম ৪ মে ও আবাসিক হলগুলো ২ মে খোলার ঘোষণা দেওয়া হয়।

এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা পরদিন ১৫ এপ্রিল দুপুরে একের পর এক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেই সঙ্গে উপাচার্যকে অপসারণের এক দফা দাবিতে আন্দোলনে নামেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এনজে

কুয়েট ফেসবুক ভিসি পদত্যাগ সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর