২ বিভাগে ঝড়ের পূর্বাভাস, মেঘলা ঢাকার আকাশ
২৩ এপ্রিল ২০২৫ ০৯:৪৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৯:৪৮
ঢাকা: বুধবার (২৩ এপ্রিল) দুপুরের মধ্যে দেশের দুই বিভাগে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সকল বিভাগের নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এদিকে সকাল ৯ টা বেজে গেলেও রোদের দেখা নেই ঢাকার আকাশে। দেশের অন্যত্র বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও ঢাকাতে সে আশংকা নেই।
পূর্বাভাস অনুযায়ী বুধবার (২৩ এপ্রিল) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারও (২৪ এপ্রিল) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আরেক প্রতিবেদনে বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও দীর্ঘমেয়াদি আবহাওয়ার প্রতিবেদনে শুক্রবার (২৫ এপ্রিল) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক আয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। ওইদিন সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়। শনিবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওই সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে। অর্থাৎ এ সময়ে আর বৃষ্টিপাত কমছে না।
সারাবাংলা/জেআর/এনজে