Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে সমাবেশ

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫ ২১:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২১:০৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে সমাবেশ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এই সংহতি সমাবেশ হয়। সমাবেশ থেকে কুয়েট শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে, চলমান অচলাবস্থা নিরসন করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি, সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক আলাউদ্দিন মিনহাজ বলেন, `আমরা জুলাই মাসে দেখিয়েছি কীভাবে স্বৈরাচারকে পরাজিত করতে হয়। তাই উপাচার্য মাছুদ যদি পদত্যাগ না করেন, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতরা দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এরপর, ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও এখনো পর্যন্ত বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়নি। একটি রাজনৈতিক ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দাবি করেছেন, বহিষ্কৃতদের মধ্যে সাতজন তাঁদের সংগঠনের কর্মী।

বিজ্ঞাপন

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয় পরিসরে এ ধরনের আচরণ বিগত ফ্যাসিবাদী আমলেও দেখা গেছে। এই বহিষ্কারের প্রতিবাদ, শিক্ষা কার্যক্রম চালু করা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীরা গতকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন।

সারাবাংলা/এমআর/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর