Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫ ১০:৪৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৩:১৯

ছবি: আল জাজিরা।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। এ নিয়ে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল জাজিরা ও আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রাতভর চালানো এই হামলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলের চালানো ব্যাপক হামলায় উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৩০৫ জনে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বুধবারের হামলায় আহত আরও ১০৫ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। ফলে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজার ৯৬ জনে। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

দীর্ঘ ১৫ মাস ধরে চলা সামরিক অভিযান এবং আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপর প্রায় দুই মাসের মতো শান্তি বজায় থাকলেও, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল ফের বিমান হামলা শুরু করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন করে ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ১ হাজার ৯২৮ জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই নৃশংস হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অবরুদ্ধ এই ভূখণ্ডের প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

সারাবাংলা/ইআ

গাজায় ইসরায়েলি হামলা ফিলিস্তিনি নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর