Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
৩০০ ছুঁয়ে বুমরাহর নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫ ১১:১২

৩০০ উইকেট শিকারে বুমরাহর উল্লাস

এবারের টুর্নামেন্টে তার মাঠে নামা নিয়েই ছিল শঙ্কা। ইনজুরি কাটিয়ে আইপিএলের মাঝপথে মাঠে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গত রাতে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন এই ভারতীয় পেসার। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বুমরাহ ছুঁয়েছেন নিজের টি-২০ ক্যারিয়ারের ৩০০তম উইকেটের মাইলফলক।

হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন বুমরাহ। স্পেলের শেষ ওভারের শেষ বলে গিয়ে হেনরিখ ক্লাসেনকে ফেরান বুমরাহ। এই উইকেট নিয়েই রেকর্ড গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

স্বীকৃতি টি-২০ ক্রিকেটে নিজের ৩০০তম উইকেটের দেখা পেলেন বুমরাহ। দ্বিতীয় ভারতীয় পেসার ও সব মিলিয়ে ৫ম ভারতীয় বোলার হিসেবে টি-২০তে ৩০০ উইকেটের দেখা পেলেন বুমরাহ। বুমরাহর আগে এই রেকর্ড ছুঁয়েছেন যুজভেন্দ্র চাহাল, পীযূষ চাওলা, ভুবনেশ্বর কুনার ও রবিচন্দ্রন অশ্বিন।

বুমরাহ ৩০০ উইকেট পেয়েছেন ২৩৭তম ইনিংসে। তার চেয়ে দ্রুততম সময়ে এই কীর্তি ছুঁয়েছেন শুধু শ্রীলংকার লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস) ও অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস)।

৩০০ উইকেট ছোঁয়ার রাতে লাসিথ মালিঙ্গাকে ছুঁয়েছেন বুমরাহ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মালিঙ্গার সঙ্গে তিনিও এখন যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। মুম্বাইয়ের হয়ে আইপিএলে ১২২ ইনিংসে ১৭০ উইকেট নিয়েছেন মালিঙ্গা। বুমরাহ তাকে ছুঁয়েছে ১৩৮ ইনিংসে।

সব টুর্নামেন্ট মিলিয়ে মুম্বাইয়ের হয়ে মালিঙ্গার উইকেটসংখ্যা ১৩৭ ইনিংসে ১৯৫টি। বুমরাহ ১৪১ ইনিংসে পেয়েছেন ১৭৩ উইকেট।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ জাসপ্রীত বুমরাহ মুম্বাই ইন্ডিয়ানস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর