Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১১:১৯

আপত্তিকর পোস্ট করায় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আলমগীরকে বহিষ্কার।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আলমগীরকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সই করা এক চিঠিতে এ বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, কাজী আলমগীর সুবর্ণচর উপজেলা বিএনপি নোয়াখলীর সহ-সভাপতি। আপনার বিভিন্ন অপকর্ম ও অনৈতিক এবং চারিত্রিক স্খলনজনিত কারণে জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া থেকে নির্দেশিত হয়ে আপনাকে দলের প্রাথমিক সদস্য ও সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হলো।

সূত্রে জানা যায়, কাজী আলমগীর নিজের ফেসবুক স্টোরিতে একটি আপত্তিকর ভিডিও পোস্ট করেন। বিষয়টি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয়। যার ফলে তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন উল্লেখ করে কাজী আলমগীর বলেন, আমার ভুল হয়েছে। আমি ফেসবুক চালাতে জানি না। আর একটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগেছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল বলেন, চারিত্রিক স্খলনের কারণে বিএনপির গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডের জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার নির্দেশক্রমে কাজী আলমগীরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

সারাবাংলা/এমপি

ফেসবুক বিএনপি নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর