Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ১৯:৩৭

ঘটনাস্থলে উদ্ধার হওয়া মোটরসাইকেল।

পাবনা: পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে কাশিনাথপুর আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আমিনপুর থানা ঢালারচর ইউনিয়নে গোয়ালনগর গ্রামের করিম কারী ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ায় উপজেলা বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে কাশীনাথপুর আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় নামক স্থানে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটলে মোটরসাইকেল থাকা দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। তারা দুইজনই এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ঘটনাস্থল পুলিশ সদস্যরা পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এসডব্লিউ

২ শিক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর