আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গাজীপুরে এনসিপি’র বিক্ষোভ
২৪ এপ্রিল ২০২৫ ২৩:১৮ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২৩:২০
ঢাকা: আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এই বিক্ষোভ সমাবেশ করে দলটি।
সমাবেশ থেকে নেতারা বলেন, প্রশাসনের আড়ালে এখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা হচ্ছে। বেশ কিছু রাজনৈতিক দলও এর সঙ্গে জড়িত উল্লেখ করে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।
এ সময় বলা হয়, সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ হয় তবে সাধারণ মানুষ সামাজিকভাবে তাদের নিষিদ্ধ করবে।
এর আগে, বিক্ষোভ নিয়ে মাওনার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ ও সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এফএন/এইচআই
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আওয়ামী লীগের বিচার এনসিপি'র বিক্ষোভ