রেলিগেশনে পড়ল রোনালদোর ক্লাব
২৫ এপ্রিল ২০২৫ ১০:১৭
লা লিগার এবারের মৌসুমে শুরু থেকেই পয়েন্ট তালিকার তলানিতে ছিলেন তারা। রিয়াল ভায়াদোলিদের অবনমন ছিল অনেকটাই নিশ্চিত। শেষ পর্যন্ত ৫ ম্যাচ বাকি থাকতেই রেলিগেশনে পড়ল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর মালিকানাধীন ক্লাব ভায়াদোলিদ।
৩২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ভায়াদোলিদ মুখোমুখি হয়েছিল রিয়াল বেটিসের। এই ম্যাচে ৫-১ গোলে হেরেছেন তারা। এই হারে ৩৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে রেলিগেশনে পড়ল ক্লাবটি। শেষ ১৪ ম্যাচের ১৩টিতেই হেরেছে ভায়াদোলিদ।
৭ বছর আগে ভায়াদোলিদের মালিকানা কেনার পর এই নিয়ে তৃতীয়বার অবনমনের মুখ দেখলেন রোনালদো। এর আগে ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমে দুইবার অবনমনে পড়েছিল ভায়াদোলিদ। দুইবারই অবশ্য পরের মৌসুমে লা লিগায় ফিরেছিলন তারা।
ভায়াদোলিদের এমন বেহাল দশায় মালিকানা আর রাখতে চাইছেন না রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই মৌসুম শেষেই ক্লাবটি বিক্রি করে দেবেন রোনালদো।
বেশ কয়েক মাস ধরে ভায়াদোলিদের সমর্থকরাও রোনালদোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাদের দাবি, রোনালদো ক্লাবের দিকে একেবারেই মনোযোগ দিচ্ছেন না।
শেষ পর্যন্ত ভায়াদোলিদের ভাগ্যে কী আছে, সেটা জানা যাবে এই মৌসুমের শেষেই।
সারাবাংলা/এফএম