কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে জমি ছেড়ে দিতে হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক ছাড় গ্রহণের জন্য ক্রমবর্ধমান চাপের জন্য এ কথা বলেন তিনি।
শুক্রবার (২৫ এপ্রিল) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।
মেয়র ক্লিটসকো বলেন, ‘এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো অঞ্চল ছেড়ে দেওয়া। এটি ন্যায্য নয়। তবে শান্তির জন্য। সম্ভবত এটি একটি সমাধান হতে পারে তবে অস্থায়ী।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনীয় জনগণ রাশিয়ার এই দখলদারিত্ব কখনও মেনে নেবে না।’
কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১২ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এই বক্তব্য দেন।
হামলা সম্পর্কে তিনি বলেন, ‘এটি ছিল কয়েক মাসের মধ্যে ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে মারাত্মক রাশিয়ান আক্রমণগুলির মধ্যে একটি।’
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করেন এবং মস্কো বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করে।
ক্লিটসকো এখন সবচেয়ে সিনিয়র ইউক্রেনীয় রাজনীতিবিদদের একজন যিনি প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন যে তার দেশকে সাময়িকভাবে হলেও অঞ্চল ছেড়ে দিতে হতে পারে। কিয়েভের মেয়র এবং জেলেনস্কি রাজনৈতিক প্রতিপক্ষ।
জেলেনস্কি তার সঙ্গে সম্ভাব্য মীমাংসার কোনও বিশদ আলোচনা করেছেন কিনা জানতে চাইলে, ক্লিচকো স্পষ্টভাবে উত্তর দেন: “না।”
ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে প্রকাশ্য ঝগড়ার কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভিডিও ক্যামেরা ছাড়াই করা ভাল।’
ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সাথে ট্রাম্পের সম্পর্ক উষ্ণ করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।