পিএসএল ২০২৫
পাকিস্তানে আটকা পড়েছেন ভারতীয় সম্প্রচারকর্মীরা
২৫ এপ্রিল ২০২৫ ১৫:২৩
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে টানাপোড়ন শুরু হয়েছে। দুই দেশের সম্পর্কের উত্তাপ পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারত-পাকিস্তান দুই দেশই একে অন্যের সঙ্গে ভিসা সুবিধা স্থগিত করেছে। আর এতেই বিপাকে পড়েছেন পিএসএল সম্প্রচার করতে পাকিস্তানে অবস্থান করা ভারতীয় সম্প্রচারকর্মীরা। ভিসা জটিলতায় সেখানে আটকা পড়েছেন ১৩ ভারতীয়।
চলমান পিএসএল সম্প্রচারে ভারত থেকে গিয়েছেন ১২ জন কর্মী ও একজন প্রযোজক। টুর্নামেন্টের প্রথম ভাগে নির্বিঘ্নেই কাজ করে যাচ্ছিলেন তারা। তবে কাশ্মীর ইস্যুতে বেশ বিপাকে পড়েছেন সবাই।
ভারত ও পাকিস্তান উভয়ই দুই দেশের ভিসা সাময়িকভাবে বাতিল করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে দুই দেশই অপর দেশের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ভিসা বাতিল হওয়ায় দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল ওই ১৩ কর্মীর।
তবে পিসিবির এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, ওই কর্মীদের দেশে ফিরতে কোনো সমস্যা হবে না, ‘ভারতীয় নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও সম্প্রচারে নিয়োজিত কর্মীদের ওপর তা কার্যকর হয়নি। তাদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিষয়ে পিসিবিই সিদ্ধান্ত নেবে।’
ভারতীয় সম্প্রচারকর্মীদের মধ্যে পাঁচজনের সংযুক্ত আরব আমিরাতে বাসা আছে। তাঁরা ভারতে ফিরবেন না এবং ভ্রমণ নিষেধাজ্ঞাও তাঁদের ওপর কার্যকর হবে না। বাকিরাও তাদের সঙ্গে সেখানে যাবেন কিনা, সেই ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
তবে পিএসএলের মূল সম্প্রচারন দ্যা ট্রান্স এশিয়া কোম্পানি আগেই পিসিবির কাছে এই ইস্যুতে শঙ্কা প্রকাশ করেছিল। এখনো তারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করছে কীভাবে ওই কর্মীদের নিরাপত্তা দিয়ে দেশে ফেরত পাঠানো যায়।
এরই মধ্যে ভারতে বন্ধ করা হয়েছে পিএসএলের সম্প্রচার। ভারতীয় সাইট ক্রিকবাজও গতকাল রাত থেকে পিএসএল নিয়ে কিছু প্রকাশ করছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড এরই মধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টেও পাকিস্তানের মুখোমুখি হতে চান না তারা।
সারাবাংলা/এফএম