মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে যে ফুটবলারকে হারাল রিয়াল
২৫ এপ্রিল ২০২৫ ১৬:২৩
গেটাফের বিপক্ষে পাওয়া ইনজুরির কারণে মিস করতে পারেন কোপা ডে রের ফাইনাল, শোনা যাচ্ছিল আগে থেকেই। দলের অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার কামাভিঙ্গাকে নিয়ে এবার আরও বড় দুঃসংবাদ শুনল রিয়াল মাদ্রিদ। মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামা হচ্ছে না কামাভিঙ্গার।
লা লিগার সবশেষ ম্যাচে গেটাফের বিপক্ষে মাঠে নেমেছিলেন কামাভিঙ্গা। সেই ম্যাচশেষে কোচ কার্লো আনচেলত্তি জানান, পায়ের মাংসপেশিতে টান লেগেছে কামাভিঙ্গার। এই চোটের কারণে মিস করতে পারেন বার্সেলোনার বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল, এমন আশংকাই করেছিলেন তিনি।
এবার জানা গেল, বার্সার বিপক্ষে এল ক্লাসিকো তো বটেই, লা লিগার এই মৌসুমের বাকি সময়টাও মাঠে নামা হচ্ছে না ২২ বছর বয়সী কামাভিঙ্গার। রিয়ালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাম পায়ের মাংশপেশির টিস্যু ছিঁড়ে গেছে তার। আর এতেই লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে কামাভিঙ্গাকে।
কোপা ডেল রের ফাইনালের পাশাপাশি লা লিগার বাকি ৫ ম্যাচটি ম্যাচে খেলা হচ্ছে না কামাভিঙ্গার। লা লিগাতেও বার্সার মুখোমুখি হবে রিয়াল। সব মিলিয়ে কমপক্ষে ১ মাসের জন্য ছিটকে গেছেন তিনি।
এই ইনজুরিতে আসন্ন ক্লাব বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়লেন কামাভিঙ্গা। আগামী ১৮ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করবে রিয়াল। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ লিগা এমএক্স ক্লাব পাচুচা ও আরবি সলজবুর্গ।
সারাবাংলা/এফএম