Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হৃদয়কে আবার নিষিদ্ধ করা হাস্যকর: তামিম ইকবাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:৪১

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে নাটকের যেন শেষ নেই৷ বিসিবি, সিসিডিএম ও আম্পায়ার্স কমিটির পর এই নাটকে যোগ দিলেন অসুস্থ হওয়ার আগ পর্যন্ত দলটির দায়িত্ব পালন করা তামিম ইকবালও। আজ (শুক্রবার) বিসিবি ভবনের সামনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ক্ষোভ ঝেড়ে বলেন, হৃদয়কে আবার নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত হাস্যকর।

ছুটির দিন হলেও সকাল থেকেই মিরপুর একাডেমি ভবনের সামনে ছিল সংবাদকর্মীদের আনাগোনা। কারণ আগের রাতেই জানা যায়, নিজেদের মধ্যে বৈঠক করবেন মোহামেডান ক্রিকেটাররা। একাডেমি ভবনে নিজেদের মধ্যে আলোচনা শেষে বিসিবি কার্যালয়ে তামিমের নেতৃত্বে সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকে বসেন ক্রিকেটাররা। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

বিজ্ঞাপন

তাদের সাথে দীর্ঘ বৈঠকের পর তামিম সংবাদ সম্মেলনে হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে বলেন, ‘তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়!’

গত ১২ এপ্রিল আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সাথে দুর্ব্যবহার করে প্রথমে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। কিন্তু নিয়ামানুযায়ী তার নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল আরো বেশি। জানা গেছে, মোহামেডান ক্লাবের প্রভাবে, সিসিডিএম নিজেদের নিয়মে বদল এনেছে; কেবলমাত্র হৃদয়ের নিষেধাজ্ঞা কমাতে।

বিজ্ঞাপন

সেই জেরে বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন আইসিসি এলিট প্যানেলভুক্ত একমাত্র ও প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত। তার সাথে দীর্ঘ বৈঠকের পর হৃদয়ের নিষেধাজ্ঞা আরো এক ম্যাচ বাড়ানোর কথা জানিয়েছে সিসিডিএম।

সারাবাংলা/জেটি/এফএম

তামিম ইকবাল বিসিবি সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর