Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে সাশ্রয়ী ইন্টারনেট সেবা দেবে আইসিসি কমিউনিকেশন

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৫ এপ্রিল ২০২৫ ২০:৪৮ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২১:০২

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসজুড়ে ওয়াইফাই সার্ভিস নিয়ে আসছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির এই ইন্টারনেট সেবা চালু হলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্যাম্পাসের যেকোনো স্থানে দ্রুতগতির ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ওয়াইফাই সার্ভিস এখনো সেভাবে চালু হয়নি। ক্যাম্পাসটির হলগুলোতে ব্রডব্যান্ড সার্ভিস চালু রয়েছে। তবে হলের বাইরে গেলে শিক্ষার্থীদের বাড়তি অর্থ খরচ করে মোবাইল ডাটা কিনতে হয়। নতুন এ প্রযুক্তি চালু হলে বিশ্ববিদ্যালয় এরিয়ায় ইন্টারনেট ব্যবহার করতে আর মোবাইল ডেটার প্রয়োজন হবে না বলে জানান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার রাতুল বিন নজরুল।

বিজ্ঞাপন

রাতুল বিন নজরুল বলেন, ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের প্রস্তাবনা পেশ করেছি। পুরো বিশ্ববিদ্যালয়ে আমরা ওয়্যারলেস ইন্টারনেট সেবা দিতে প্রস্তুত। শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট আইপি এড্রেস ব্যবহার করে ক্যাম্পাসের যেকোনো স্থানে সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে তাদের মোবাইল ডেটার বাড়তি খরচ সাশ্রয় হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ বলেন, ‘আমরা প্রস্তাবনাটি পেয়েছি। এ ধরনের সেবা চালু হলে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যয় কমবে। আশা করি দ্রুতই এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।’

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আইসিসি কমিউনিকেশন ওয়াইফাই সার্ভিস জাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টপ নিউজ ব্রডব্যান্ড

বিজ্ঞাপন

আরিফিন শুভ জানালেন, আসছেন
২৫ এপ্রিল ২০২৫ ২৩:১৫

আরো

সম্পর্কিত খবর