Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের দুর্গম চরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ২২:০৭

ফ্রি মেডিকেল ক্যাম্প

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলের চিকিৎসাসেবা বঞ্চিতদের ৪ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প প্রদান করছে আমেরিকাস্থ আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (ইউএসএ) নামে সংস্থা।

শুক্রবার (২৫ এপ্রিল) দিনব্যাপী উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এইচএম বিডি ফাউন্ডেশনের পরিচালনায় চিকিৎসা সেবার আয়োজন করে। এতে সহযোগিতা করে স্থানীয় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন। ফ্রি মেডিকেল ক্যাম্প প্রথম দিনেই প্রায় ২৫০জন রোগী চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছাতুননেছা দাখিল মাদরাসা ও পূর্ব রামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমাসে ফ্রি চিকিৎসা প্রদানের আয়োজন করা হয়। এতে প্রতিমাসে চরাঞ্চলের প্রায় ১ হাজারের মতো মানুষ চিকিৎসা পান।

সারাবাংলা/এসআর

টাঙ্গাইল বিনামূল্যে চিকিৎসাসেবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর