Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
উড়তে থাকা রিয়ালকে মাটিতে নামিয়ে আনল লিভারপুল

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ০৮:০৬ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৩:০৮

গোলের পর ম্যাক অ্যালিস্টারের উল্লাস

মৌসুমের শুরু থেকেই সব টুর্নামেন্টে রীতিমত উড়ছেন তারা। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল পেয়েছিল টানা তিন জয়। উড়তে থাকা সেই রিয়ালকে এবার মাটিতে নামিয়ে আনল ধুঁকতে থাকা লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

অ্যানফিল্ডে পুরো ম্যাচেই লিভারপুল ছিল দুর্দান্ত। একের পর এক আক্রমণে রিয়াল রক্ষণভাগকে ব্যস্ত রেখেছেন লিভারপুল ফরোয়ার্ডরা।

অন্যদিকে প্রতিপক্ষের মাঠে এমবাপে-ভিনিসিয়াস-বেলিংহামরা ছিলেন একেবারেই নিষ্প্রাণ। লিভারপুলের ৯ শটস অন টার্গেটের বিপরীতে তাদের শটস অন টার্গেট ছিল মাত্র দুটি।

বিজ্ঞাপন

প্রথমার্ধে গোল পায়নি দুই দলের কেউই। লিভারপুলের বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন রিয়াল কিপার থিবো কোর্তোয়া। গোলশূন্যভাবেই শেষ হয় হাফ টাইম।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ডেডল ভাঙ্গেন ম্যাক অ্যালিস্টার। ফ্রি কিক পেয়ে ডি-বক্সে দারুণ এক ক্রস বাড়ান সোবোসলাই, আর গতিময় এক হেডে অ্যানফিল্ডকে উচ্ছ্বাসে ভাসান অ্যালিস্টার।

ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত আর সফল হয়নি। ব্যবধান আর বাড়াতে পারেনি লিভারপুলও। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন তারা।

এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল লিভারপুল। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে নেমে গেল রিয়াল।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর