Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদ নির্মূল না করে গণঅধিকার পরিষদ ঘরে ফিরবে না: নুরুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ২৩:৪৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২৩:৪৯

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ঢাকা: গণঅভ্যুত্থানের ৮ মাসেও গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো নিজেদের সুযোগ-সুবিধা নিশ্চিত ও আধিপত্য কায়েমে ব্যস্ত হয়ে গেছে। যে কারণে আওয়ামী ফ্যাসিবাদীরা রাজপথে নেমে হুঙ্কার দিচ্ছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলা বাসস্ট্যান্ডের পাশে এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর।

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, ‘জুলাই বিপ্লবের পর দলগুলো নিজেদের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। যে কারণেই অভ্যুত্থানের ৮ মাস পার হলেও নিরীহ ছাত্র-জনতার ওপর যারা গুলি চালিয়েছে তাদের বিচার করা সম্ভব হয় নাই। প্রশাসন আগের মতো দলবাজি শুরু করছে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যারা দলবাজি করবে তাদের পরিণতি হারুন-বেনজীরদের মতো হবে।’

তিনি বলেন, ‘স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট রাষ্ট্রের সংস্কার করে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ ঘরে ফিরবে না। ফ্যাসিবাদ নির্মূলে আজ থেকে গণঅধিকার পরিষদের প্রতিরোধ শুরু হয়েছে। গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ প্রশ্নে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই।’

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়াকে ঢাকা ১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে উপস্থিত নেতা-কর্মী-জনতার মাঝে পরিচয় করিয়ে দেন নুরুল হক।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অ্যাড. নাজিম উদ্দীন, ঢাকা মহানগর উত্তর সহ সভাপতি রকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক সবুজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া ও যুগ্ম সাধারণ মো. ইমরান প্রমুখ।

সারাবাংলা/এফএন/এইচআই

গণধিকার পরিষদ নুরুল হক ফ্যাসিবাদ নির্মূল