আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা উচিত: এ্যানী
২৫ এপ্রিল ২০২৫ ২৩:৫৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০৩:৩৪
ঢাকা: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ যেন এ দেশে ফিরে আসতে না পারে, সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে চব্বিশের গণআন্দোলনে শহিদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানকে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এরা (আওয়ামী লীগ) হেলিকপ্টার থেকে শুধু গুলি করেই খ্যান্ত হয়নি, আওয়ামী লীগ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আরও বেশি অত্যাচারের নীল নকশা প্রণয়ন করেছিল।
সারাবাংলা/এফএন/এইচআই
আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি