কোপা ডেল রে
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?
২৬ এপ্রিল ২০২৫ ১০:৫৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১১:০০
যেকোনো মঞ্চে দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াইকে তাই বলা হয় ‘এল ক্লাসিকো’। কোপা ডেল রের ফাইনালে আজ আবার দেখা হয়ে যাচ্ছে দুই দলের।
আরও পড়ুন-কোপা ডেল রে ফাইনাল—কবে, কখন, কোথায়
স্পেনের অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা ডেল রের ফাইনালে এর আগেও অনেকবার মুখোমুখি হয়েছে বার্সা ও রিয়াল। কোপা ডেল রেতে দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ৩৭ বার। ধ্রুপদী এই লড়াইয়ে এগিয়ে আছে বার্সাই।
দুই দলের ৩৭ দেখায় বার্সা জয় পেয়েছে ১৬ ম্যাচে। রিয়াল মাদ্রিদ জিতেছে ১৩টি ম্যাচ। ড্র হয়েছে বাকি ৮ ম্যাচ।
আরও পড়ুন- রেফারি বিতর্কে কোপা ডেল রে ফাইনাল বর্জন করবে রিয়াল?
এই টুর্নামেন্টের ফাইনালে মোট ৭ বার মুখোমুখি হয়েছে বার্সা ও রিয়াল। এখানে অবশ্য বেশ এগিয়ে আছে রিয়াল। ৭ ফাইনালের ৪টিতেই জিতেছে তারা। বার্সার জয় ৩ ফাইনালে। কোপা ডে রের ফাইনালে সবশেষ ২০১৪ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার বার্সাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল।
কোপা ডেল রের শিরোপা জয়ের দিক দিয়ে রিয়ালের চেয়ে অনেকটাই এগিয়ে বার্সা। এখন পর্যন্ত বার্সেলোনা কোপা ডেল রে জিতেছে রেকর্ড ৩১ বার। অন্যদিকে রিয়াল শিরোপা ঘরে তুলেছে ২০ বার।
এই মৌসুমে দুইবার মুখোমুখি হয়েছে বার্সা ও রিয়াল। দুই ক্লাসিকোতেই রিয়ালকে গুঁড়িয়ে দিয়েছে বার্সা। লা লিগায় ৪-০ ও সুপার কোপার ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।
আজ রাত ২টায় এস্টাডিও লা কার্তুজে অনুষ্ঠিত হবে এবারের কোপা ডে রে ফাইনাল।
সারাবাংলা/এফএম