পিএসএল ২০২৫
নাহিদ-রিশাদের প্রশংসায় পঞ্চমুখ রিজওয়ান
২৬ এপ্রিল ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৫:৫৫
এবারের পিএসএলের বাংলাদেশের হয়ে খেলতে যাওয়ার কথা ছিল তিন ক্রিকেটারের। লিটন দাস ইনজুরির কারণে পাকিস্তান থেকে কোনো ম্যাচ না খেলে ফিরে এলেও মৌসুমের শুরু থেকেই খেলছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে পিএসএল খেলতে যাচ্ছেন নাহিদ রানাও। মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবার প্রশংসায় ভাসালেন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ ও রিশাদকে।
লাহোর কালান্দার্সের হয়ে এবারের পিএসএলে দারুণ পারফর্ম করছেন রিশাদ। ব্যাটে-বলে দলের হয়ে বড় ভূমিকা পালন করেছেন এই স্পিনার। সাংবাদিকদের করা এক প্রশ্নে রিজওয়ান প্রথমেই প্রশংসায় ভাসালেন রিশাদকে, ‘রিশাদ দারুণ স্পিনার। সে ভালো বোলিং করে যাচ্ছে। সে এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে। বাংলাদেশের জন্যও সে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠবে।’
রিশাদ শুরু থেকে খেললেও নাহিদ এতদিন পাকিস্তানে যাননি দেশের হয়ে খেলার কারণে। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বড় কিছু করে দেখাতে পারেননি তিনি। সিলেট টেস্ট শেষে আজ পাকিস্তানের উদ্দেশে উড়াল দিচ্ছেন নাহিদ। তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে।
রিজওয়ান অবশ্য খানিকটা বিস্ময় প্রকাশ করে বলেছেন, নাহিদ এতদিন কোথায় ছিলেন, ‘নাহিদ রানা দারুণ একজন ক্রিকেটার। সে খুব ভালো বোলিং করছে। তবে এখনো পিএসএলে ওকে দেখলাম না। ও আসছে না কেন? জানি না!’
সারাবাংলা/এফএম