সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে নজরখালী বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওরে পানি ঢুকছে। শনিবার (২৬ এপ্রিল) উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পাটলাই নদীর পানি বৃদ্ধিতে বাঁধটি ভেঙে যায়।
ভেঙে যাওয়া বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত নয়। নিজদের প্রয়োজনে স্থানীয় উদ্যোগে বাঁধটি নির্মাণ করেছে গ্রামের কৃষকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এখানকার কৃষকরা আগাম জাতের ধান চাষ করায় ইতোমধ্যে ধান কাটা শেষ করেছেন। যে কারণে ধানের কোনো ক্ষতি হয়নি।
মধ্যনগর উপজেলার কৃষক আহমদ নূর জানান, টাঙ্গুয়ার হাওরে আগাম জাতের ধান চাষ করেছিলাম। ধান কেটে ঘরে তোলতে পেরেছি। ক্ষতির আশঙ্কা নেই।
তাহিরপুর উপজেলার কৃষক কালা মিয়া জানান, যে বাঁধটি ভেঙেছে সেটি স্থানীয় উদ্যোগে নির্মাণ করা হয়েছে। নিজদের প্রয়োজনে প্রতিবছর বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, নজরখালী বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নয়। তাই ওখানে কৃষকদের ধান চাষাবাদে নিরুৎসাহিত করা হয়েছে।
প্রসঙ্গত, নজরখালী বাঁধের ভেতরে তাহিরপুর ও মধ্যনগরসহ দুটি উপজেলার চারটি ইউনিয়নের ৮২টি গ্রামের কৃষক ১০ হাজার একর জমিতে বোরো ধান চাষাবাদ করেন।