বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন
২৬ এপ্রিল ২০২৫ ১৮:০৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:০৩
রাজবাড়ী: বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। প্রাণ বাঁচাতে ওই যুবক যমুনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে দেবগ্রাম ইউনিয়নের দুর্গম রাখালগাছি খেয়াঘাটের কাছ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। তার মরদেহ বড়শিতে আটকে গিয়েছিল।
ছুরিকাঘাতে নিহত ওই যুবকের নাম আল আমিন মন্ডল (২৫)। তিনি পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে। সাত বছর মালয়েশিয়াতে থেকে চার মাস আগে বাড়ি আসেন তিনি। শুক্রবার তিনি রাখালগাছি এলাকায় বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়র জানায়, গত ১৫-১৬ দিন আগে শাহ আলী তার কাছে তিন হাজার টাকা দাবি করেন চা খাওয়ার জন্য। আল আমিন টাকা না দেওয়ায় তাকে মোবাইলে গালিগালাজ করেন এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শুক্রবার দুপুরে আল আমিন তার মামা লিটন ও বোন আকলিমাসহ কয়েকজনের সঙ্গে ঢালারচর গ্রামের খৈয়মের বাড়িতে বিয়ের জন্য পাত্রী দেখতে যান।
সেখানে খাওয়া-দাওয়া শেষে তিনি পাশের গোয়ালন্দের রাখালগাছি বাজারে যান। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী, রবিউল ইসলামসহ সাত/আট জন চারটি মোটরসাইকেলে করে রাখালগাছি বাজারে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তারা আল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করতে থাকেন। প্রাণ বাঁচাতে পাশের যমুনা নদীতে ঝাঁপ দেন আল আমিন। এর পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিখোঁজ যুবকের সন্ধান পেতে পুলিশ শুক্রবার রাত থেকে অভিযান চালায়। তবে শনিবার দুপুরে তার মরদেহ রাখালগাছি খেয়াঘাটের পাশ থেকে উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুরে তার মরদেহ রাখালগাছি খেয়াঘাটের পাশে নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
সারাবাংলা/পিটিএম