কারিগরি ত্রুটিতে বন্ধ মেট্রোরেল
২৬ এপ্রিল ২০২৫ ১৮:৫১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:১৬
ঢাকা: এক ঘণ্টা ধরে কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশনের গেটও। কর্তৃপক্ষ বলছে পূনরায় চালু হতে আরও সময় লাগতে পারে।
শনিবার (২৬ এপ্রিল) মেট্রো চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা স্টেশনে এসে ফিরে যাচ্ছেন।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের সুযোগ নেই। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে আছে।
মেট্রোরেলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল সূত্রে আরও জানা গেছে, মেট্রোরেলে দুই ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়। স্টেশনের বাতি, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ অন্যান্য কাজ চালানো হয় অক্সিলারি বা সহযোগী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মাধ্যমে। আর বিশেষ ব্যবস্থার মাধ্যমে মেট্রোরেল চালানোর বিদ্যুৎ সরবরাহ করা হয়। বিজয় সরণিতে মূল লাইনেই সমস্যা হয়েছে, যা দিয়ে ট্রেন চালানো হয়। যে কারণে এই পথে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে।
ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ শরিফী সারাবাংলাকে বলেন, ‘কোনো কারণে একটি সাব স্টেশনে বিদ্যুৎ সরবরাহ ব্যহত হলে অন্য স্টেশন থেকে সরবরাহ করা হয়। এতে মেট্রো চলাচলে কোনো বিঘ্ন ঘটে না। কিন্তু কোনো অস্বাভাবিক কারণে সার্কিট পুড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে অন্য স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা যায় না।
তিনি বলেন, ‘বিজয় স্মরনী স্টেশন থেকে কেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে তা এখন পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে চালু হতে কতক্ষণ সময় লাগবে তা এখনো বলা যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন, টিকিট বিক্রি বন্ধ রয়েছে। স্টেশনেও ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিকে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্টেশনে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। রাজধানীর পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ নম্বর স্টেশনের প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মীরা যাত্রীদের ফিরিয়ে দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শাহবাগসহ কয়েকটি স্টেশনে টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/জেআর/এমপি