Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষকদের শাস্তি দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে: সারজিস আলম

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১০:০১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৩:৩৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

ঢাকা: ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের মেয়ের (১৭) আত্মহত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, সরকারকে বলব তারা যাতে ধর্ষকদের শাস্তি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করতে হবে। তাহলে আর কেউ ধর্ষণের শিকার হবে না।

শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের শেখেরটেকের একটি ভাড়া বাসা থেকে মেয়েটির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই সেখানে যান সারজিস আলম। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ধর্ষকদের শাস্তি দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে। না হলে আরও ধর্ষণের ঘটনা ঘটবে। আমরা আর কোনো বোনকে হারাতে চাই না।’

মেয়েটির পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনার পর থেকেই মেয়েটি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সামাজিক লজ্জা, চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় হতাশ হয়ে পড়ে সে। সর্বশেষ এসব চাপ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয়।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে ওই ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে সে নিজেই বাদী হয়ে দুমকি থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুমকি থানা পুলিশ আসামি সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

সারাবাংলা/এফএন/এমপি

ধর্ষণ শাস্তি সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর