টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ২
২৭ এপ্রিল ২০২৫ ১০:৩৭ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১১:৩৪
টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত সিএনজি চালক হেলাল উদ্দিন (৫৫) ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। নিহত অপরজন সিএনজির যাত্রীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে ফিরছিল। ঘটনাস্থলে আসার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক সিএজিটিকে ধাক্কা দিলে সেটি ছিটকে পড়ে। সিএনজির চালক ঘটনাস্থলে মারা যান। একমাত্র যাত্রী এ সময় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়।
মধুপুর থানার ডিউটি অফিসার মো. মনজুরুল হক জানান, ঘটনাস্থলে সিএনজি চালকের মৃত্যু হয়। সিএনজিতে থাকা এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ওই যাত্রী রাতেই হাসপাতালে মারা যায়। অজ্ঞাত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত সিএনজি চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এমপি