এবার ‘ট্রেবলে’ চোখ ফ্লিকের
২৭ এপ্রিল ২০২৫ ১২:২৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১২:৩৫
নিজের কোচিং ক্যারিয়ারে আগেই জিতেছেন ‘ট্রেবল’। বার্সেলোনাও নিজেদের ইতিহাসে দুইবার জিতেছে ‘ট্রেবল’। হ্যান্সি ফ্লিক ও বার্সেলোনা এবার একসঙ্গে ট্রেবল জয়ের পথে এগিয়ে যাচ্ছে। গত রাতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রের শিরোপা জিতেছে ফ্লিকের বার্সা। এই জয়ে ট্রেবলের আরও কাছে চলে গেল কাতালানরা। শিরোপা জয়ের পর ফ্লিক বলছেন, এখন তার চোখ চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায়।
লিগ, কাপ ও ইউরোপিয়ান টুর্নামেন্ট; এক মৌসুমে এই তিন ট্রফি জিতলে সেটাকে বলা হয় ‘ট্রেবল’। বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯-২০ মৌসুমে ট্রেবল জিতেছিলেন ফ্লিক। বার্সেলোনা তাদের দুই ট্রেবল জিতেছে ২০০৮-০৯ ও ২০১৪-১৫ মৌসুমে। প্রথমবার বার্সাকে ট্রেবল এনে দেন পেপ গার্দিওলা, পরের বার দায়িত্বে ছিলেন লুইস এনরিকে।
এবারও মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে বার্সা। কোপা ডেল রে জিতে ট্রেবলের প্রথম শিরোপা জয় নিশ্চিত করেছেন তারা। রিয়ালকে হারানোর পর ফ্লিক বলছেন, এখন ট্রেবল নিয়েই ভাবছেন তারা, ‘এখন আমরা উদযাপন করব। তারপর বিশ্রাম নেব। ট্রেবল জয়ের দারুণ সুযোগ আছে আমাদের সামনে। তবে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’
পিছিয়ে পড়েও রিয়ালের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে ফুটবলারদের নিয়ে গর্বিত ফ্লিক, ‘অসাধারণ এক রাত ছিল এটা। যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, সেটা দুর্দান্ত। আমি তাদের নিয়ে গর্বিত। এটা অসাধারণ এক জয়।’
লা লিগায় বার্সার আর ৫ ম্যাচ বাকি। এই মুহূর্তে রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছেন তারা। লিগে বার্সার পরের ম্যাচে আগামী শনিবার ভায়াদোলিদের বিপক্ষে। ১১ মে আবার এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে লড়বেন বার্সা। সেই ম্যাচেই নির্ধারিত হয়ে যেতে পারে লা লিগার ভাগ্য।
এদিকে চ্যাম্পিয়নস লিগের সেমিতে ইন্টার মিলানের বিপক্ষে লড়বে বার্সা। আগামী বুধবার রাতে প্রথম লেগে মাঠে নামবে দুই দল। ৬ মে হবে দ্বিতীয় লেগ।
সারাবাংলা/এফএম