ভ্যাঙ্কুভারে রাস্তার উৎসবে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা
২৭ এপ্রিল ২০২৫ ১২:১৯ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৩:৩৪
পশ্চিম কানাডার ভ্যাঙ্কুভারে একটি ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে একজন চালক ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় বহু মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে পুলিশ জানিয়েছে, রাত ৮টার কিছু পরে শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।
পোস্টমিডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে খাদ্য ট্রাক বাও বানসের সহ-মালিক ইয়োসেব ভার্দেহ বলেন, ‘আমি ড্রাইভারকে দেখতে পাইনি, আমি কেবল ইঞ্জিনের শব্দ শুনেছি। আমি আমার ট্রাক থেকে বেরিয়ে রাস্তার দিকে দেখেছি সর্বত্র কেবল মরদেহ পড়ে আছে।’
একজন প্রত্যক্ষদর্শী সিটিভি নিউজকে জানান, তিনি উৎসবের এলাকায় একটি কালো গাড়ি অনিয়ন্ত্রিতভাবে চলতে দেখেছেন। গাড়িটি ভিড়ের মধ্যে মানুষের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিল।
ভ্যাঙ্কুভার সান জানিয়েছে, হাজার হাজার মানুষ এই এলাকায় ছিল।
ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এক্সে পোস্ট করেছেন, লাপু লাপু দিবস উদযাপনের জন্য ফিলিপিনো সম্প্রদায়ের সদস্যরা যখন জড়ো হয়েছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। এই উৎসবটি ষোড়শ শতাব্দীর একজন ফিলিপিনো উপনিবেশবিরোধী নেতার স্মরণে পালিত হয়।
তিনি আরও বলেন, ‘আজকের লাপু লাপু দিবসের অনুষ্ঠানে এই ভয়াবহ ঘটনায় আমি হতবাক এবং গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স-এ বলেন, ‘ভ্যাঙ্কুভারে লাপু লাপু উৎসবে ভয়াবহ ঘটনা শুনে আমি মর্মাহত।’
লাপু লাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভাল। এটি ফিলিপিনো সংস্কৃতি উদযাপন ও লাপু লাপু নামে পরিচিত দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়। দাতু লাপু লাপু ছিলেন ফিলিপাইনের প্রথম জাতীয় বীর। ১৫২১ সালে স্প্যানিশ উপনিবেশবাদীদের বিরুদ্ধে ম্যাকটান যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
২০২৩ সাল থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ২৭ এপ্রিল দিনটি ‘লাপু লাপু ডে’ হিসেবে স্বীকৃত। উৎসবটি আয়োজিত হয় দক্ষিণ ভ্যাঙ্কুভারের সানসেট এলাকায়।
সারাবাংলা/এমপি