এই মৌসুমে রিয়াল আমাদের হারাতে পারবে না: ইয়ামাল
২৭ এপ্রিল ২০২৫ ১৫:৪২
কোপা ডেল রের ফাইনালের আগে এই মৌসুমে দুইবার মুখোমুখি হয়েছিলেন তারা। দুই এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। কোপা ডেল রের ফাইনালেও রিয়ালকে কাঁদিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সা। শিরোপা জয়ের পর বার্সা মিডফিল্ডার লামিন ইয়ামাল বলছেন, এই মৌসুমে রিয়াল তাদের হারাতে পারবে না।
গত বছরের শেষভাগে লা লিগায় রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। এই বছরের শুরুতে রিয়ালকে ৫-২ গোলে বিধ্বস্ত করে সুপারকোপার শিরোপা জেতে কাতালানরা। গত রাতের ফাইনালটা অবশ্য এত একপেশে হয়নি। পিছিয়ে পড়েও ম্যাচে লিড নিয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল রিয়াল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ট্রফি ছুঁয়েছেন ইয়ামালরা।
কোপা ডেল রের ফাইনালে বার্সার তিন গোলের দুটিতেই ছিল ইয়ামালের অবদান। তার পাসে বল পেয়েই প্রথমার্ধে বার্সাকে এগিয়ে দেন পেদ্রি। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে ইয়ামালের দারুণ এক অ্যাসিস্টে ম্যাচে সমতা আনেন তোরেস।
কুন্দের ১১৬ মিনিটের গোলে জয়ের পর ইয়ামাল বলছেন, এই মৌসুমে রিয়াল তাদের বিপক্ষে জিততে পারবে না, ‘আমি হোটেল রুমে আরাহোকে বলেছিলাম। রিয়াল যদি একটা গোল করে, সমস্যা নেই। যদি দুইটা গোলও করে, তাও সমস্যা নেই। তারা এই মৌসুমে আমাদের হারাতে পারবে না। এটা আমরা আবারও মাঠে প্রমাণ করেছি।’
সারাবাংলা/এফএম