Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৬:০৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৮:১৪

এসএসসি পরীক্ষার্থী নিহত নাঈম

ঢাকা: রাজধানীর উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষ অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সোয়া ৩ টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈম উত্তরা হাই স্কুলের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ছিলেন। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নজরুল ইসলামের ছেলে। নাঈম পরিবারের সঙ্গে উত্তরার ১৪ নম্বর সেক্টর পাকুরিয়া এলাকায় থাকতো।

নাঈমের সহপাঠী পল্লব কুমার শীল বলেন, দুপুরে রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে বাসায় ফিরছিল নাঈম। এসময় বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একটি বিআরটিসি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নাঈম। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুরুতর আহত নাঈমকে সহপাঠিরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসআর

সারাবাংলা/এসআর

ট্রাকের ধাক্কায় নিহত পরীক্ষার্থী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর