Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এস আলমের ৫৬৩ একর জমি ক্রোকের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৮:১২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৯:৫৫

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।

ঢাকা: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৫৬৩ দশমিক ৫৭ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য এক হাজার এক কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা ধরা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন অভিযুক্ত সাইফুল ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনি ও তার পরিবারের সদস্যরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।

এর আগে, ২৩ এপ্রিল শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৫৯ দশমিক ১৫ একর জমি ক্রোকের আদেশ দেন আদালত। এসব জমি ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত। আর এসব জমির বর্তমান বাজার মূল্য ৪০৭ কোটি টাকা বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।

সারাবাংলা/আরএম/ইআ

এস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর