গুলিতে কিশোরের দুই চোখ অন্ধ, আ.লীগ নেতা গ্রেফতার
২৭ এপ্রিল ২০২৫ ১৮:২০ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২১:০২
টাঙ্গাইল: ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে এক কিশোরের দুই চোখ অন্ধ হওয়ার ঘটনায় মামলায় টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) দুপুর মির্জাপুর বাজারের থানা রোডের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ পৌর এলাকার পোস্টকামুরী গ্রামের মৃত জামাল খানের ছেলে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলছিল। এ সময় আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার কিশোর হিমেলের দুই চোখ গুলিতে অন্ধ হয়ে যায়।’
এ ঘটনায় হিমেলের মা নাসিমা বেগম মামলা করেন। পুলিশের তদন্তে ওই ঘটনায় হারুন অর রশিদের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/এসআর
আ.লীগ সভাপতি গ্রেফতার আন্দোলনে গুলি কিশোরের দুই চোখ অন্ধ টাঙ্গাইল