Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

ডিস্ট্রিক্টে করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ২৩:২৯

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন। ছবি: সংগৃহীত

পটুয়াখালী: কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০ একর এলাকাজুড়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও বিদ্যুৎকেন্দ্রের দু’টি টিম মিলে রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে সেখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডস্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহা-লক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থলে রয়েছেন। পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূইয়া জানান, মূল পাওয়ার প্লান্টের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি।’

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নির্বাপনের কাজ এখনো শেষ হয়নি।’

সারাবাংলা/পিটিএম

আগুন টপ নিউজ তাপ বিদ্যুৎকেন্দ্র পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর