‘৯০ দিনের মধ্যে আছিয়া ও লামিয়ার হত্যাকারীদের মৃত্যুদণ্ড দিতে হবে’
২৮ এপ্রিল ২০২৫ ১০:২১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৪:২২
পটুয়াখালী: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরাজিস আলম বলেছেন, ‘কয়েকদিন আগে আমাদের বোন আছিয়াকে হারিয়েছি, আজ লামিয়াকে হারালাম। অন্তবর্তী সরকারের কাছে আমাদের চাওয়া, আছিয়া ও লামিয়া যাদের কারণে মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুদণ্ড আগামী ৯০ দিনের মধ্যে দিতে হবে। এই মৃত্যুদণ্ড প্রকাশ্যে না হলেও এর চিত্র পৃথিবীর সামনে আসা দরকার। এই চিত্র প্রকাশ্যে আসলে আর কোনো নরপিচাশ এই ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটাতে সাহস করবে না।’
রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৭টায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়ার জানাজার আগে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।
লামিয়ার পরিবারকে সান্তনা দিতে শহিদ জসিম উদ্দিনের গ্রামের বাড়িতে আসেন সারজিস।
গত ১৮ মার্চ পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন শহিদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া। পরে নিজেই থানায় মামলা দায়ের করেন তিনি। পুলিশ অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
পিতার মৃত্যু এবং ধর্ষনের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত লামিয়া শনিবার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন জসিম উদ্দিন।
সারাবাংলা/এসডব্লিউ
আছিয়া ও লামিয়ার হত্যার বিচার দাবি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরাজিস আলম