‘প্রবল চাপে’ ভেঙে না পড়ায় রেফারির প্রশংসায় বার্সা
২৮ এপ্রিল ২০২৫ ১১:২৬
কোপা ডেল রের ফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ম্যাচের দুই রেফারি। রিয়াল মাদ্রিদের প্রবল আপত্তির মুখেই ফাইনাল পরিচালনা করেছেন তারা। রোমাঞ্চকর এক ফাইনালে রিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সা। ট্রফি জয়ের পর বার্সা ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ বলছেন, চাপ সামলে দারুণভাবেই ফাইনাল পরিচালনা করেছেন রেফারিরা।
ফাইনালের আগে মাঠের মূল রেফারি বুর্গোস বেনগোচেয়া ও ভিএআর রেফারি গঞ্জালেস ফুয়ের্তেসকে নিয়ে ওঠে বিতর্ক। এই দুই রেফারি ‘নিরপেক্ষ’ নন, এমন অভিযোগে তাদের সরিয়ে দেওয়ার দাবি জানায় রিয়াল। এই দুই রেফারি থাকলে ফাইনাল বয়কট করবে মাদ্রিদ, এমন হুমকিও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য এই রেফারিদের অধীনেই ফাইনালে মাঠে নেমেছে রিয়াল।
বার্সার বিপক্ষে ফাইনালের ম্যাচজুড়েই রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে দুই দলই প্রশ্ন তুলেছে। শেষ মুহূর্তে গিয়ে মেজাজ ধরে রাখতে পারেনি রিয়াল ফুটবলাররা। ডাগআউট থেকে রেফারির দিকে বোতল, বরফ ছুঁড়ে মেরেছেন রিয়াল ডিফেন্ডার রুডিগার। এই ঘটনায় লাল কার্ড দেখেছেন রুডিগার, বেলিংহাম ও ভাসকেজ। এই ঘটনায় বড় নিষেধাজ্ঞাও পেতে পারেন তারা।
বার্সা ডিফেন্ডার মার্টিনেজ বলছেন, প্রবল চাপের মুখে দারুণভাবেই ম্যাচ পরিচালনা করেছেন রেফারিরা, ‘বেনগোচেয়া ও তার সঙ্গে থাকা সব অফিশিয়ালসদের আমি অভিনন্দন জানাই। এত চাপের মাঝেও তারা দারুণভাবে ফাইনাল পরিচালনা করেছে। আশা করি আমরা সবাই এভাবে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারব।’
ফাইনালের আগে রেফারিদের নিয়ে ওই বিতর্ক একেবারেই অগ্রহণযোগ্য বলে মানছেন মার্টিনেজ, ‘ম্যাচের আগে যেভাবে রেফারিদের সমালোচনা করা হয়েছে, সেটা একেবারেই অন্যায্য ছিল। সবাই জীবনে কমবেশি ভুল করে। সময়টা তাদের জন্য কঠিন ছিল। তাদের নিয়ে অনেক কথা হয়েছে। তারা দারুণ মানুষ। তারা চরম পেশাদারিত্বের প্রমাণ রেখেছেন।’
সারাবাংলা/এফএম