Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীর মৃত্যু, দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ১১:৫৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৫:১৮

গ্যাস লিকেজ বিস্ফোরণ। প্রতীকী ছবি

ঢাকা: গাজীপুরের বাসন থানা এলাকায় রান্নার সময়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন দগ্ধের ঘটনায় সিমা আক্তার (৩০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান।

তিনি জানান, সিমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। রাতেই তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এর আগে, গতকাল (রোববার) সন্ধ্যা সাত ৭টার দিকে বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সিমা ছাড়াও আরও দগ্ধ হন পারভিন (৩৫), দেড় বছরের ছেলে আইয়ান, তাসলিমা (৩০), মেয়ে তানজিলা (১০)। এদের মধ্যে পারভিনের ৩২ শতাংশ, আইয়ানের ২৮ শতাংশ, তাসলিমার ৯৫ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রোমান জানান, রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বাসায় রান্না করছিলেন পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ তারা পাঁচ জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ ৪ নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর