Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ উইকেট হারিয়েও বাংলাদেশকে চাপে রেখেছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫ ১২:২৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৫:০৪

লাঞ্চের আগে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ছবি-শ্যামল নন্দী

সিলেট টেস্টে পরাজয়ের পর সিরিজ বাঁচাতে চট্টগ্রাম টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। চট্টগ্রাম টেস্টে টসে হেরে তিন পরিবর্তন নিয়ে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম সেশনে ২ উইকেট হারালেও ৮৯ রান তুলে বাংলাদেশকে চাপেই রাখল জিম্বাবুয়ে।

চট্টগ্রামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে দারুণভাবেই বাংলাদেশের পেসারদের সামলেছেন দুই জিম্বাবুয়ে ওপেনার। ব্রায়ান বেনেট ও বেন কারান বাংলাদেশকে হতাশ করে প্রথম ১০ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি। এই জুটি প্রথম উইকেটে তুলেছে ৪১ রান। এই জুটি গড়ার সময় জীবন পেয়েছেন কারান, স্লিপে সাদমান তার সহজ ক্যাচ ছেড়েছেন মিরাজের বলে।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রথম ব্রেক থ্রু পায় ১১ তম ওভারে এসে। এই ম্যাচে অভিষেক হওয়া পেসার তানজিম সাকিবের বলে মারতে গিয়ে কিপার জাকের আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন বেনেট। প্যাভিলিয়নে ফেরার আগে বেনেট করেন ৩৩ বলে ২১ রান, মেরেছেন ৫টি চার।

বেনেট ফিরলেও নিক ওয়েলচকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন কারান। এই জুটি ক্রিজে যখন বেশ থিতু হয়ে গিয়েছে, তখনই বোলিং আসেন তাইজুল। নিজের প্রথম বলেই বোল্ড করেন কারানকে। কারান ফিরেছেন ২১ রানে।

সেশনের বাকিটা সময় নির্বিঘ্নেই পার করেছেন ওয়েলচ ও শন উইলিয়ামস। লাঞ্চের আগে ২ উইকেটে ৮৯ রান নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। ৩২ রানে অপরাজিত আছেন ওয়েলচ, উইলিয়ামস করেছেন ৬ রান।

সারাবাংলা/এফএম

চট্টগ্রাম টেস্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর