Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির মুহসীন হলে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত

ঢাবি করেস্পন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২১:০৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২২:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের ছাদের পলেস্তারা খসে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের ২৫৫-এ নম্বর কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে আব্দুর রহমান আল ফাহাদ নামে আবাসিক এক শিক্ষার্থী আহত হয়েছেন।

এদিকে ঘন ঘন এমন ঘটনার পুনরাবৃত্তিতে হল প্রশাসন নতুন শিক্ষার্থী এলটমেন্ট বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সারাবাংলাকে এ তথ্য জানান হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

সারাবাংলাকে তিনি বলেন, ‘আজ পলেস্তারা খসে হলের এক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমরা দ্রুত পলেস্তারা খসেপড়া কক্ষগুলো সংস্কার করছি। আগামীকালও কাজ চলবে। এছাড়াও, হলে নতুন শিক্ষার্থী এলটমেন্ট বন্ধ করার বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেব।’

দ্রুতই হলের আবাসিক শিক্ষার্থীদের অন্যত্র নিরাপদ স্থানে স্থানান্তর করার ব্যাবস্থা করা হবে জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কক্ষগুলো থেকে আপাতত অন্যত্র স্থানান্তর করতে হবে। সেক্ষেত্রে টিনশেড অথবা অন্য কেনো জায়গা হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত জানাব।’

আহত শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গেলাম। মুহসিন হলের ভঙ্গুর অবস্থার কথা সবাই জানি। কিছুদিন পর পরই খসে পড়ছে ছাদের পলেস্তারা। আজ আমি শুয়ে থাকলে কিংবা পড়ার টেবিলে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।’

তিনি বলেন, ‘মাত্র নামাজটা পড়ে জায়নামাজটা রাখছি, তখনই ভয়ংকর শব্দে খসে পড়ে ছাদের একটি অংশটি। আমার পায়ের পেছনের অংশে হালকা একটু লেগেছে, তাতেই এই অবস্থা। যদি ঘুমে থাকা অবস্থায় এটি পড়তো তাহলে কী যে হতো আল্লাহ জানে। আর ৪/৫ ইঞ্চি পেছনে থাকলে আমার মাথায় পড়তো।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এ হলের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং শিক্ষার্থীরা একাধিকবার হলে নতুন ভবন নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন।

সারাবাংলা/পিটিএম

আহত টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় পলেস্তারা খসে শিক্ষার্থী হাজী মুহম্মদ মুহসীন হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর