Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আজ ৫ বিষয়ে বসছে ইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ০৯:১৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১১:৪০

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে আজ (মঙ্গলবার) অংশীজনদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত এই সেমিনারে রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ সংশ্লিষ্ট শ’খানেক প্রতিনিধি অংশ নেবেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

‎আলোচনায় যে বিষয়গুলো প্রাধান্য পাবে- প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ; সিস্টেম ডিজাইন ও কারিগরি সম্ভাব্যতা; যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন; প্রবাসী ভোটিং সিস্টেমের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং আইনি, লজিস্টিক ও কার্যকরী চ্যালেঞ্জগুলো এবং সম্ভাব্য সমাধান।

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে তিনটি পদ্ধতি নিয়ে আগতরা উপস্থাপনা দেন। অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট- এই তিন পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

‎এরপর এমআইএসটি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়। সেই কমিটিগুলোও এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

‎প্রতিবেদন অনুযায়ী, কোন পদ্ধতি নিয়ে এগোবে নির্বাচন কমিশন, সে বিষয়েই সবার পরামর্শ নিতে এই আয়োজন করছে কমিশন।

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ