Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএফআইসি ব্যাংক ও আইসিবি’র মধ্যে পে-রোল ব্যাংকিং সমঝোতা স্মারক সই

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৭:৪১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:১৯

ঢাকা: আইএফআইসি ব্যাংক পিএলসি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে পে-রোল ব্যাংকিং বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজউক অ্যাভিনিউতে অবস্থিত বিডিবিএল ভবনের আইসিবি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই করা হয়।

সমঝোতা স্মারকে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার চিফ ম্যানেজার মো. নাজিমুল হক এবং আইসিবির জেনারেল ম্যানেজার মো. আনোয়ার শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

সমঝোতা স্মারকের আওতায় আইসিবির কর্মীরা আইএফআইসি ব্যাংকের পে-রোল অ্যাকাউন্টের সকল সুযোগ-সুবিধা পাবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। তারা উভয়ে চার দশকের দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সম্পাদিত সমঝোতা স্মারকটিকে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ সহযোগিতার একটি কৌশলগত অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/আরএস

আইএফআইসি ব্যাংক আইসিবি পে-রোল ব্যাংকিং চুক্তি