এপ্রিলের বেতনও পাচ্ছেন মাদরাসা শিক্ষকরা
২৯ এপ্রিল ২০২৫ ২৩:২২
ঢাকা: মার্চের পর এপ্রিল মাসের বেতনও পেতে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা। এরই মধ্যে চলতি মাসের এমপিও’র চেক ছাড় হয়েছে বলে জানা গেছে। সুত্র বলছে, ওই চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ফলে ১ মে’র পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তারা তুলতে পারবেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
অধিদফতরের উপপরিচালক (অর্থ) ড. কে এম মো. শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদফতরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীরা এপ্রিল/২০২৫ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১ মে’র পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
নিয়ম অনুযায়ী প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের একটি অংশ পরিশোধ করে থাকে। তবে এই বেতনের চেক কবে পাবেন তার নির্ধারিত কোনো তারিখ নেই। যে কারণে এই বেতন পাওয়ার জন্য মাদরাসা শিক্ষক-কর্মচারীদের আগ্রহ থাকে।
সারাবাংলা/জেআর/পিটিএম