ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
৩০ এপ্রিল ২০২৫ ০২:৪৭
ঢাকা: রাজধানীর শান্তিনগর ফ্লাইওভারের ওপর যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (২৭) এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পথচারী সহায়তায় পুলিশ সদস্যরা মুমূর্ষু অবস্থায় ওই নারীকে স্থানীয় অরোরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সেখান থেকে পল্টন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহম্মদ খান বলেন, ‘রাতে শান্তিনগর ফ্লাইওভারের ওপরে ভিক্টর ক্লাসিক পরিবহণের একটি বাসের ধাক্কায় ওই নারী আহত হয়। সেখান থেকে পথচারীদের সহায়তায় অরোরা হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়। যার নাম্বার (ঢাকা মেট্রো ব ১৫-২০২০)। তবে এর চালক পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গ পাঠানো হয়।’
এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই নারী পাগল প্রকৃতির। শান্তিনগর এলাকায় ঘোরাফেরা করতো। ওই নারীর পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়।
সারাবাংলা/এসএসআর/পিটিএম